গরীব ঘরের ক্ষণলক্ষ্মী
- প্রবীর রায় ২০-০৫-২০২৪

গরীব ঘরের মেয়েরা কি ? ঘর বন্দীই থাকবে !
বাসন মাজা-কাপড় কাঁচা ! ছাড়া কি ? কিছু পারবে !
শিশু থেকেই-পরাধীন সে ! যুক্ত বাড়ির শ্রমে
গার্জেনেরা ভাবেন সদাই-মেয়ে মানেই ভ্রমে
পড়াশুনায় কি হবে তার ? চাকরি পাবেনা কভু !
তার চেয়ে বরং-কাজ করলে,সুখে থাকবে প্রভু !
তাছাড়া সে বিয়ের পরে-যাবেই অন্যের ঘরে !
তার পেছনে মিছে খরচ-মাথায় যে ভূত চড়ে !
কেউ করছে পরবাড়ি কাজ-কেউবা যৌনের দ্বারে !
কারোবা হয় বাল্য বিবাহ ! ঔষধে দেহাঙ্গ বাড়ে !
কত যাতনা সয় যে তারা-সংসার ঠিক রাখতে
দুইটি ছেঁড়া -বস্ত্রেই কাটে,পারেনা কায়া ঢাকতে !
শৌচালয়হীন বাড়ি সবার-লাজ ঢাকতে জঙ্গল !
রাত যে কাটে-আর ফেরেনা ! রক্তের দেহে দঙ্গল !
নিচু জাতের-মেয়ে যে সে,ঘেঁষেনা-মন্ত্রী-মিডিয়া !
এভাবেই যে ক্ষণলক্ষ্মী-মরছে যুদ্ধে হারিয়া !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।