অন্তঃ মিল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

অন্তঃ মিল
========

তুমিও জেগে থাকো একা একা।
আমিও জেগে থাকি রাত্রিতে,
জেগে থাকে আলোর রেখা।

তুমিও গভীর রাত্রি কাটাও জেগে।
আমিও জেগে থাকি মনের আবেগে।

তাহলে মনের অমিল কোথায়?

তুমিও এই ভোরে,
এক কাপ চায়ের পেয়ালা মুখে লাগাতে চাও।
চাও কেউ ভালোবেসে হাতে দিয়ে যাক।
উষ্ণ ছোয়াতে সকাল হোক স্নিগ্ধ।

তাহলে ভাবনাতে অমিল কোথায়?

শুধু চারদিকে পড়ে আছে ভাবনার মেঘ।
আর কালো ছায়া বাস্তবতার।
ছেয়ে আছে চোখের সামনে।
তাই ভাবনাতে খুজিনা প্রেম।

প্রেম খুঁজি তুমি আর আমি বাস্তববোধ থেকে।
সেখানেও কত মিল।
তবুও এক নই।

চারদিকে কত জীবন।
আলোকরশ্মি ছড়ায়ে চলেছে।
তবু সব মিছে মনে হয়।

জীবনের প্রয়োজন বড্ড জালাতন করে।

চিলেকোঠা আর ইটের দালান।
দামি গাড়ি আর অট্টালিকা,
সব কিছু মিছে হয়,
আবার টাকার ভাব জমে যায় বুকের সব খানে।
তখন প্রেম মরে হয় মৃত লাশ।
কবরে শেষ হয় নিঃশ্বাস।

তোমাতে আমাতে কতো মিল আছে।
তবু প্রেম নেই।
এ দুনিয়ার বন্ধ খাচার সব পাওয়ার আশা।
মানুষের বুকে বেধেছে বাসা।

এইভাবে ক্ষমতা আর সম্পদ।
নষ্ট করেছে সৃষ্টি করেছে যতো বিপদ।
আর ভালোবাসা মৃত লাশ হয়ে,
কবরে জায়গা করে নেয়, জাগ্রত করে শ্মশান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৮-২০১৮ ২৩:০১ মিঃ

এইভাবে ক্ষমতা আর সম্পদ।
নষ্ট করেছে সৃষ্টি করেছে যতো বিপদ।
আর ভালোবাসা মৃত লাশ হয়ে,
কবরে জায়গা করে নেয়, জাগ্রত করে শ্মশান।