তোমার মনের জমি চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে তিলোত্তমা রাশু
আমি তোমার ভালবাসার জমিতে
ভুঁইফোঁড় হয়ে আবির্ভূত হয়েছি।
মন চেয়ে ছিলো তোমার ভালবাসার জমি গ্রাস করে ফেলি।
মন চেয়েছিলো তোমার বক্ষে প্রেমের
মাজার স্থাপন করি।
কিন্তু কিছুই করতে পারছি না
সেদিন তোমার মনের জমিতে
তোমার বরের পদ ধ্বনি শুনতে পেলাম।
.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।