আমি আমার
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

কেউ আমার নয়, আমি কারো না।
কারো কাছে আমার কোন অধিকার নাই।
আমার কাছে কারো অধিকার আছে বলে মনে হয় না।

অধিকার চাওয়ার কেউ নাই।
আমি শূন্য, আমি মহাশূন্য।

আমার আমি, ব্যক্তিবাদ হতে মুক্ত।
স্বার্থপর দুনিয়া আমার না।
আমি এদের কারো নই।



আমি শুধুই আমার।
আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে।
এই দুনিয়ার কসাই খানাতে।
আমি এখনো চাই বাচতে।




আমি কারোনা।
কেউ আমার ছিলোনা।
কোনদিন আমি কারো হইনি।

আমি আমার আপনজন।

আমিই আমার পর।
আমার মাঝেই আমার ঘর।





আমিতেই আমার বাস্তব বিলিন।
আমিযে এইখানে হয়েছি বিলিন।



আমিযে আমার সত্তাকে খুঁজি।
আমি আমাকে খুঁজে পাই রোজি।


আমার কেউ নয়।
আপন কে হয়?
কোথাও আমি কাউকে দেখিনা।
আমি আমাকে ছাড়া কিছু বুঝিনা।



আমি নারী মন দেখিনি।
নারী দেহ আমার দেখার কি প্রয়োজন।





আমি শুধু আমার।
পরিচয় কি দেবো,
কে আমাকে জানতে চাইবে।
খবর নিবে প্রয়োজন আছে কার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৩-০৯-২০১৮ ১২:৫৪ মিঃ

আমি কারোনা।
কেউ আমার ছিলোনা।
কোনদিন আমি কারো হইনি।
আমি আমার আপনজন।
আমিই আমার পর।
আমার মাঝেই আমার ঘর।

০৩-০৯-২০১৮ ১২:৫৪ মিঃ

আমি শুধু আমার।
পরিচয় কি দেবো,
কে আমাকে জানতে চাইবে।
খবর নিবে প্রয়োজন আছে কার?