আমি মুক্তি চাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

শত শত গোলাপ জলাঞ্জলি দিয়াছি আমি।
এখন কি ধুতরা ফুল উপহার নিবো?
এতো বোকা আমি নই কণ্যা।


আমি মুক্তি চেয়েছি।
ভিক্ষা তুমি তোমার ভিখারিকে দিও।
আমি ভিক্ষা চাইনা।।



আমি তোমার দেহ চাইনি।
না চেয়েছি তোমার নষ্ট ছোয়া।




আমি শুধু মুক্তি চাই।
তোমাদের ওই সংসার নামক প্রহসন থেকে।




আমাকে তুমি মন থেকে ভালোবেসে দেখো।
আমাকে পাবে।




নয়তো আমাকে ধরে কোন লাভ নেই।
আমি মুক্তি চাই।।
আর কিছুনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৯-২০১৮ ০০:৫৭ মিঃ

আমি মুক্তি চাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা
শত শত গোলাপ জলাঞ্জলি দিয়াছি আমি।
এখন কি ধুতরা ফুল উপহার নিবো?
এতো বোকা আমি নই কণ্যা।
আমি মুক্তি চেয়েছি।
ভিক্ষা তুমি তোমার ভিখারিকে দিও।
আমি ভিক্ষা চাইনা।।
আমি তোমার দেহ চাইনি।
না চেয়েছি তোমার নষ্ট ছোয়া।
আমি শুধু মুক্তি চাই।
তোমাদের ওই সংসার নামক প্রহসন থেকে।
আমাকে তুমি মন থেকে ভালোবেসে দেখো।
আমাকে পাবে।
নয়তো আমাকে ধরে কোন লাভ নেই।
আমি মুক্তি চাই।।
আর কিছুনা।