প থ
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

ঘুমে আছে রাতের শহর
আমি একা জেগে,
তোমার স্মৃতির আবেশটুকু
এই হৃদয়ে মেখে!

কোথায় গিয়ে থামার কথা
কতোটা আর পথ চলা,
একসাথে সেই চলছি মোরা
ভালোবাসি হয়নি বলা!

এই পথ যেখানে হবে শেষ
র'বে সেই এক আবেশ,
যদিও দু:খে তোমার প্রবেশ
করবো তবু শুধু সুখ পেশ!

পথের মাঝেই পথ হারালাম
ঠিকানাটা ভুলে,
দুইদিনের এই রঙ্গ তামাশায়
মজে দু'হাত তুলে!

সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।