অনুশোচনা
- মারুফুল হাসান
আফসোস!
আমি নিপীড়িত মানুষের পক্ষে
গান গাইতে পারিনি।
স্বার্থের নর্দমায় ডুবে গেছি বরাবর।
ব্যাক্তিস্বার্থ পরিবারস্বার্থ ভূগোল ভাগের- রাষ্ট্রস্বার্থ
জাতিস্বার্থ আর আপন ধর্মের সার্থকতা
খুঁজেছি গুঁজে দিয়ে মানবতার নামে শাস্ত্রের বেশ্যা বুলি।
মানবকল্যানে ঈশ্বরের বিধিদানবের সামনে
প্যান্টের চেইন খুলে শিশ্নের কাচকলা দেখাতে পারিনি
আফসোস!
আমি নিপীড়িত মানুষের পক্ষে
গান গাইতে পারিনি......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।