তিলোত্তমা টপি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে তিলোত্তমা টপি
তোমায় দেখে মূর্ছিত হয়েছি,
তোমার কায়ার বর্ণচ্ছটা
মম অক্ষি ঝলসে দিয়েছে।
.
তুমি আমায় বরাভয়
দাও,
আমি যেন তোমার প্রেমাস্পদ
হতে পারি।
.
একটু ঘুণাক্ষর দাও
তুমি কি হবে মোর জায়া,
তোমার রূপ দেখে
হয়েছি যে বড্ড বেহায়া?
.
গুলপট্টি করছি নাকো তোমার সনে
সত্যি সত্যি
তোমায় ভাবছি আজ অনুক্ষণে।
তিলোত্তমা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১১-০৯-২০১৮ ০৬:৩৪ মিঃ

তিলোত্তমা

০৮-০৯-২০১৮ ১৭:২১ মিঃ

.
তুমি আমায় বরাভয়
দাও,
আমি যেন তোমার প্রেমাস্পদ
হতে পারি।
.
একটু ঘুণাক্ষর দাও
তুমি কি হবে মোর জায়া,
তোমার রূপ দেখে
হয়েছি যে বড্ড বেহায়া?
.
গুলপট্টি করছি নাকো তোমার সনে
সত্যি সত্যি
তোমায় ভাবছি আজ অনুক্ষণে।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম