স্বপ্ন দেখার অধিকার
- প্রবীর রায়
স্বপ্ন-স্বপ্ন দেখার অধিকার সবার !
কিন্তু সে অধিকার সবার থাকেনা
বাঁধাধরা কিছু মুখে স্বাধীনতা
কারণ-তা পূরণে কাঁটাপথ পেরোতে হয়
ক্ষমতা ও অর্থের জলাঞ্জলি দিতে হয় রোজই
আমি পঙ্গু-সব থেকে বঞ্চিত
ক্ষমতা ও অর্থ -উভয় নাগালের বাইরে
বহু চেষ্টা-তবু সে ধরা দেয়না
বরং অট্টহাস্য করে -চরিত্রে
কিন্তু-সমাজ বেরি ভেঙে,গোপনে-
আমিও স্বপ্ন দেখি-একান্তে !
তবে তা পূরণ হবার নয়-কখনো !
যে স্বপ্ন ঘুমিয়ে-ঘুমিয়ে দেখি নির্ভয়ে-
সেখানেও ওরাই শাসন করে,অস্ত্র হাতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।