ফিরে নাহি আসে
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ২৯-০৩-২০২৪

ফিরে নাহি আসে
এ কে সরকার শাওন

"ঝড়ের আকাশে যে চায় পূর্ণিমার চাঁদ,
তার চেয়ে জগতে বড় কে আছে উন্মাদ!
সেই উম্মাদের চোখের জলে
পৃথিবী যায় ভেসে,
সময়ের স্রোতে
মেঘ কেটে যায় নীল অাকাশে
অাবার তখন পূর্ণশশী হাসে!!

নদীর জলে টান পড়েছে
চোঁখে সাগরের স্রোত বয়,
শত সহস্র কষ্ট-দহে অশ্রুমালা
বাষ্পে মিলায়।
হাওয়ার পিঠে সওয়ার হয়ে
মেঘ বনে সে আকাশে লুকায়;
বর্ষাস্নাত সেই স্রোতধারা
নদী ফিরে পায়!!

আসা যাওয়ার খেলা চলে
বদলে যাওয়া ঋতু পরিক্রমায়,
মানুষ ফিরে নাহি আসে
একবার যদি সে হারায়!!"

শহীদবাগ ঢাকা, ৩১ আগষ্ট ২০১৮

http://naradbarta.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87/ https://www.facebook.com/210712256254913/photos/a.229776697681802/247943182531820/?type=3&theater

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।