দাগ রয়েই যায়
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ২৫-০৪-২০২৪

বিজন বনে অচিনপুরে
আমি সাঝের বেলায়;
নিজেকে হারিয়ে খুঁজি
নিস্তব্ধ নিরালায়।।
সেথায়ও আছে দিনমনি
পরশ দিয়ে যায়,
আমার মুখে হাসির রেখা
তাঁকে জানায় বিদায়।।
একই রবির কিরণমালা
তাঁকেও ছুয়ে যায়;
দুইমেরুতে যদিও বসত
আমরা দু’জনায়।
কবে কোথায় হারিয়েছিে,
অমূল্য সেই ধন;
যেথায় থাকুক ভাল থাকুক
চায় এ বিবাগী মন।
আমার মনের গভীর ক্ষত;
নাইবা জানলো কেউ,
হাসির রেখায় ঢেকে থাকুক
সাত সাগরের ঢেউ।।
http://www.jagonatore24.com/literature/2018/07/28/958/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F http://bdmetronews24.com/%E0%A6%8F-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%93%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0/

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।