অলক্ত রাঙানো পাদপদ্ম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে টপি তোমার অলক্ত রাঙানো পাদপদ্ম
দিয়ে আমার বক্ষ দলন করো,
আমার বক্ষে নির্মিত তোমার
ভালবাসার মাজার ভেঙ্গে দাও।
.
আমি কস্মিনকালেও
তোমার আপন হতে পারব না,
আমি তো মামুলী
তবে কিসে তোমার প্রতি এ্যাত্ত টান
এসো আমায় মেরে ফেল
কেড়ে নাও মম প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।