কেনো এমন
- প্রবীর রায়

আচ্ছা-নারীর কি বাঁচার অধিকার নেই !
তারা কি সর্বদাই পরনির্ভর!
পরাধীনতাই তাদের পাওনা !
এঘর-ওঘর,দুঘরেই অবহেলিত !
কেন ? নিজের ইচ্ছে-চাওয়া পাওয়া সবই বন্দী !
পিতা-ভাই- স্বামী সকলেই কি ভালোবাসে ?
সকলের মন কি এক ? আপন করে নিতে পারে তারা !
যদি পারে ! তবে কেন গভীর রাতে ডুকরে-ডুকরে কাঁদে ?
সে কান্না, কারোর কানে যায়না !
সন্তানেরাও কখনো বোঝা ভাবে,
পাড়া- পড়সিদের ধর্ষিত চোখ,কামুক ভাবনা !
কিছু পেতে গেলে-কিছু হারানোর ভয় !
তারা কি শুধু খেটেই যাবে-আজীবন ?
দেহটিতে কেন পুরুষের অধিকার ?
কেন-নারী হেরে যাচ্ছো !সমাজের কাছে,যুগেযুগে
আঙুল তোলো !ভীত কণ্ঠে শব্দের তীর! ভেঙে দাও মিছরি প্রেম।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।