প্রতীক্ষা
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ২৯-০৩-২০২৪

যদি আর একটিবার আসো ফিরে।
আমার ভাঙ্গা নীড়ে;
আমি শুধরে নিব
জীবনের সব ভুলগুলি।
অকপটে জানিয়ে দিব তোমায়
শতকোটি মানুষের ভীড়ে
চিরচেনা সেই তুমি
আগের মতই আছো
আমার অবুঝ অন্তরে।

যদি আর একটিবার
আসো ফিরে।
বিশ্বজয়ী বীর বনে যাবো,
তোমার প্রেরণায়
আকাশছোয়া স্বপ্ন
আমার ধরা দেবে ধরায়।

দিঘার জলে ভাসবো আমি,
তোমার হাতটি ধরে
শেষ বিকেলের আলোকছটা
রইবে মোদের ঘিরে।
যদি আর একটিবার
আসো ফিরে।

সবুজ মাঠের গালিচায় শুয়ে
রাতের তারাগুলি গুনবো।
নিশুতি রাতের হিমেল যাওয়ায়
মনের সব কথা বলবো।
পানসী নিয়ে নিরুদ্দেশ হবো
স্বপ্নালোকের অচীনপুরের
বন্দরে বন্দরে
যদি আর একটি বার আসো ফিরে।
http://naradbarta.com/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87/ https://www.facebook.com/photo.php?fbid=2070254543002263&set=a.2004440406250344&type=3&theater
http://anirban24.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE/?fbclid=IwAR0SNkIpFfrkQc5GH6b5szN8d_Ayti6-nnOrhmqBnBAfPJvEI8qhF_sXuxM

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।