চ র ণ-তিন
- ফয়েজ উল্লাহ রবি
ক.
নীল পানিতে সোনালী রোদ
পরে আলোর ঝিলিক,
পাতার ফাঁকে রশ্নি ঝরে
সুখের লাগে হিরিক!
খ.
নিজের দোষ লাগছে ভালো
অন্যের ভালোয় দোষ খুঁজ,
নিজের বেলায় ষোল আনা
শুধু নিজেরটাই বুঝ !
গ.
আমার ছোট্ট বেলার জামা জুতো জোড়া
এক্কাদোক্কা কানামাছির পাড়া,
হারিয়ে গেলো জীবন থেকে সময় বাঁকে
পুতুল খেলার সাথী ছিলো যারা!
ঘ.
ক্লাসের সেরা ছাত্র তুমি
করবে তুমি পাশ,
ফেল ক রে আমি (প্রতিবার)
কাটবো শুধু ঘাস!
ঙ.
পায়ে হেঁটে যাবো বাড়ী
ছড়বে তোমরা গাড়ী,
পারার দলে তোমরা সবাই
আমি একা ণা পারি!
সেপ্টেম্বর ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।