ভিক্ষাগ্রহণ ছাড়িয়া মানুষ হও
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা
আর কতো ভিক্ষা চাইবে?
চাইতে চাইতে ভিখারি হয়েছো।
নাম লিখিয়েছ ভিখারিদের দলে।
এবার একটু ভালোবাসা দিতে শিখো।
মানুষের মতো বাচতে শিখো ।
দেখিলাম তুমি ফেসবুকে লাইক ভিক্ষা কর।
মানুষের কাছে মন্তব্য ভিক্ষা কর।
ব্লগে গিয়ে পাগলের মতো করো হাহাকার।
কেউ কিছু বলে যাও।
আমি মহান ব্লগার।
বই মেলাতে দেখি তুমি।
ছবি তুলিতে তুলিতে বই বিক্রি করো।
হকারের মতো ডাক দিয়া হাক দিয়া।
আপন ছবি নিজে নিজেই তুলিয়া।
আর কতো ভিখারি সাজিবে?
পাগলের মতো কয়দিন বাচিবে?
বাচিলে মানুষের মতো বাচো।
মরিলে বীরের মতো মরে যাও।
বারবার কেন ভিক্ষা চাও?
ভিক্ষার হাত কেন বাড়াও?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৭-০৯-২০১৮ ১১:৩৪ মিঃ
কবিরা এখন ভিখারি হয়ে গেছে। লাইজ দেন কমেন্ট দেন। কেউ পড়ে না। বলে বলে কান্না কারা শুরু করে। আরে ভাই ভালো লাগলে মানুষ পড়বে ই।আর চোখের সামনে তো আসতে হবে। মানুষ কি চুম্বক যে আপনার লেখা
টেনে টেনে পড়বে??? যতো পাগলের দল।।।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।