কথা ছিল
- শাওন সারথি
প্রতিক্ষার গত রাত্রিতে নোনতা জল
কিছুটা মিশেছে নদীর জলে আর বাকিটা
ভস্ম হয়েছে শুন্য হাওয়ায়।
ঐ যে দূর পাহাড়ের চূড়া ঐখানে ছিল,
কথা ছিল ঐখানে হবে
আমাদের অজস্র কবিতার বিনিময়।
আর নদীর জলে স্নান সেরে
শুদ্ধ হব পবিত্র কবিতার বেশে।
আবৃত্তি করবে ভস্মময় ধোঁয়া
তোমার দেহের যৌবনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।