বর্ষার আনন্দ
- অরুণ কারফা
ছন্দে ছন্দে মনের আনন্দে
তালে তালে আর ময়ূরের নাচে
বৃষ্টি এসে জানান দিচ্ছে
ডালে ডালে আর গাছে গাছে।
দমকা হাওয়ায় উড়ছে মেঘ
কিছু কৃষ্ণ আর কিছু শ্বেত
ঝমঝম করে পড়েই বৃষ্টি
ধুইয়ে দিচ্ছে সবুজ ক্ষেত।
ভিজছে কাক ভিজছে বক
যেন কোনদিন ভেজেনি আগে
মাঝিটা ও ধরেছে তার প্রিয়গান
গলা ছেড়ে দিয়ে মালহার রাগে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।