ভুইল্লা থাকো
- ফয়েজ উল্লাহ রবি
কেমনে তুমি ভুইল্লা থাকো
আমায় সখি দূরে রাখো,
জীবন নায়ে একলা উঠো
সুখগুলো সব একাই মাখো।
ছিলাম আমি তোমার মনের-
মণি কোঠায় রাজা,
সেই আমারে ভুলে গিয়ে
দিলে শুধু সাজা ।
এখন আমি একা-একা
চলছি জীবন পথ,
চলবে এমন আর কতো দিন
থাকবে জীবন রথ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।