মা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মা তোমার মনে করেছি আমি
কষ্ট রপ্তানি,
আর তুমি আমার মনে করেছো
ভালবাসা আমদানি।
.
মা তোমার ভালবাসার ভান্ডার
কবে হবে খালি,
আমার কষ্ট নিয়েও কেন
তোমার ভালবাসা হয় না গুড়েবালি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।