সততা আমার প্রাণ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কোথায় যাবো আমি
সকল পথ যে বন্ধ,
ভালবাসার রোগে ভুগছি
আমি
ভালবাসা চাইলে দ্বন্দ্ব।
.
কোথায় যাবো আমি
কারো বুকে হয়না যে ঠাঁই,
আমার সততা কে চায় না তারা
শুধু বলে টাকা চাই।
.
কোথায় যাবো আমি
সততা যে আমার কাছে কোটি
টাকার চেয়েও মূল্যবান,
প্রাণ নাও আমার
তবু সততা করে যাও দান।
.
টাকার মোহে বন্দি করে
সততা কে করো নাকো খানখান,
জীবন নয়
সততা যে আমার প্রাণসত।
.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।