জাতির জনক গান্ধীজী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

আজ 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। দেশের মহান নেতা 1869 সালের 2রা অক্টোবর, গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্য নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। পিতার নাম ছিল কাবা গান্ধী ও মাতার নাম ছিল পুতুলী বাঈ। স্বদেশের স্বাধীনতার তরে তিনি বহুবার কারাবরণ করেছেন। তাঁর জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধীজীকে জানাই কোটি কোটি প্রণাম। তাঁর শুভজন্মদিনে বাংলা কবিতার আসরে আমার কবিতাটি প্রকাশ দিলাম।

জাতির জনক গান্ধীজী
-লক্ষ্মণ ভাণ্ডারী

শুভদিন 2রা অক্টোবরে, গুজরাটের পোরবন্দরে
গান্ধীজী লভিলেন জনম।
শিখালেন মানবেরে স্বদেশ হিতের তরে
অহিংসা হল ধর্ম পরম।

কাবা গান্ধী তাঁর পিতা পুতুলীবাঈ নাম মাতা
লভিলেন যোগ্য সু-সন্তান।
করহ আপন কর্ম অহিংসা যে পরম ধর্ম
রাখিতে স্বদেশের মান॥

স্বদেশের স্বাধীনতা দেশ, জাতি ও একতা
জাতির জনক দেন শিক্ষা।
করহ জীবন পণ সত্যাগ্রহ আন্দোলন
চাহিও না কভু প্রাণভিক্ষা।

সংগ্রাম আমরণ করিছেন অনশন
জাতির জনক মহান নেতা।
গান্ধীজীর আহ্বানে অসহযোগ আন্দোলনে
দেশবাসী লভিল স্বাধীনতা।

কোথা হতে আসি সে নাথুরাম গডসে
নিল কেড়ে মহাত্মার প্রাণ,
আজিকের শুভদিনে ভারতের জনগণে
তাঁহারে জানায় কোটি প্রণাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।