স্পট
- রফিকুল ইসলাম রফিক
চোখের ভাষায় চোখ যদি কিছু কয়
শুধুই কি চোখ - তা বুঝবে হৃদয়
যে জলে আগুন জ্বলে পোড়ায় এ মন
উত্তপ্ত হৃদয় তবু তাতেই মগন।
যদি তার ঠিকঠাক দাম দেয়া যায়
সবারই জিত হয় কে কারে হারায়।
প্রাপ্তিনেশা, প্রত্যাশার উত্তপ্ত আগুন
কেড়ে নেয় জীবন থেকে জীবন ফাগুন!
আমরা দেখেছি কী একটুও ভেবে
এ চেতনা আমাদের কোনখানে নেবে?
বাসনার আশীবিষে বিষাক্ত জীবন
উড়ে গেছে সুখপাখি দুখে ভরা মন।
কী আছে এখন আর হারিয়েছি সব
বোধগুলো মূল্যহীন চেতনা নীরব।
ক্ষয়ে ক্ষয়ে হয়ে গেছে সবকিছু শেষ
তবুও বাহানা করি ভালো আছি বেশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।