নীলিমা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নীলিমা তোমার নীল রঙ্গের আকাশের সূর্য হতে চাই,
কিন্তু তুমি কি পারবে তোমার বক্ষে আমায় আগলে রাখতে।
তুমি কি পারবে
আমার তাপ সহ্য করতে?
.
তুমি কি পারবে আমার
সন্তান তারকারদের
তোমার বক্ষে জায়গা দিতে?
.
তুমি কি পারবে
আমার শত্রু মেঘদের
তোমার বক্ষ হতে তাড়াতে?
.
তুমি কি পারবে
আমার রোদে নিজেকে পোড়াতে,
তুমি কি পারবে
আমার মাঝে নিজেকে হারাতে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।