তনু মনু
- মোঃ আলাল ইসলাম - হৃদয়ের কথা
তনু মন
মোঃআলাল ইসলাম
২০/০৭/২০১৮ ইং
মাটির দেহ মাটি হবে
পঞ্চবায়ু যাবে উড়ে,
জগত্ কর্ম বলে দিবে
চিত্ত ঠাঁই কোন ঘরে।
স্রষ্টার কুদরতি ঘর
কভু নয় ক্ষণস্থায়ী,
স্বর্গ নরক দুই স্থানে
থাকবন্দি চিরস্থায়ী।
এসে এ ভবে অল্পক্ষণে
গড়েছ রংমহল,
স্বজন ভজন আসক্তি
মূলত সবই ছল।
দম্ভ অহম আভি-জাত্য
থাকবেনা চিরকাল,
মরণ সন্নিকট আছে
আসবে তো পরকাল।
প্রভুর কানুনে জনমে
চলে তব তনু মন,
প্রতিদান নিশ্চয় পাবে
করেছেন রব পণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।