চুমুতে চুমুতে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে ললনা চুমুতে চুমুতে যেদিন তোমার
হেমাঙ্গ করব ক্ষয়,
সেদিন হবে আমার
ভালবাসার জয়।
.
চুমুতে চুমতে যেদিন তোমার
মন করব রঙ্গীন,
সেদিন আমার ভালবাসা
নাচবে তাক্ ধিন্ ধিন্।
.
চুমুতে চুমুতে চুমু রোগে যেদিন হবে তুমি অসুস্থ,
সেদিন আমি হবো
পৃথিবীর সব থেকে
ভালবাসার দুস্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-১০-২০১৮ ১৫:১৭ মিঃ

হে ললনা চুমুতে চুমুতে যেদিন তোমার
হেমাঙ্গ করব ক্ষয়,
সেদিন হবে আমার
ভালবাসার জয়।
.
চুমুতে চুমতে যেদিন তোমার
মন করব রঙ্গীন,
সেদিন আমার ভালবাসা
নাচবে তাক্ ধিন্ ধিন্।
.
চুমুতে চুমুতে চুমু রোগে যেদিন হবে তুমি অসুস্থ,
সেদিন আমি হবো
পৃথিবীর সব থেকে
ভালবাসার দুস্ত।