তোমাকে দেখেই একটি কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৯-০৩-২০২৪

তোমাকে দেখেই একটি কবিতা
বক্ষের লাল কলিজায় আঘাত করলো,
কবিতার প্রশ্ন দেখুন কলিজা মহাশয়
লাল পরী কিভাবে আপনাকে জাগ্রত করলো ঘুম থেকে।
.
কিছু বলার নেই কবিতা তুমি লাল পরী কে
চলে যেতে বলো আমার লাল কলিজার রাজত্ব থেকে।
আমার ব্যামো ছিল আমি নীরব ছিলাম
আজ লাল পরী আমাকে সরব করলো,
লাল পরীর রূপ দেখে আমায় আর কম্পিত করো না কবিতা,
কম্পন রোগে আক্রান্ত করিও না
তুমি লাল পরী কে বিদায় দাও
আমি চাই না আমার কলিজায় ভালবাসা বেড়ে উঠুক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১২-১০-২০১৮ ১৯:২২ মিঃ

তোমাকে দেখেই একটি কবিতা
বক্ষের লাল কলিজায় আঘাত করলো,
কবিতার প্রশ্ন দেখুন কলিজা মহাশয়
লাল পরী কিভাবে আপনাকে জাগ্রত করলো ঘুম থেকে।
.
কিছু বলার নেই কবিতা তুমি লাল পরী কে
চলে যেতে বলো আমার লাল কলিজার রাজত্ব থেকে।
আমার ব্যামো ছিল আমি নীরব ছিলাম
আজ লাল পরী আমাকে সরব করলো,
লাল পরীর রূপ দেখে আমায় আর কম্পিত করো না কবিতা,
কম্পন রোগে আক্রান্ত করিও না
তুমি লাল পরী কে বিদায় দাও
আমি চাই না আমার কলিজায় ভালবাসা বেড়ে উঠুক।