পা খি
- ফয়েজ উল্লাহ রবি
তোর লাগিয়া পরাণ পাখি
দিবা-নিশি জাইগা থাকি,
আসবি বলে বুকের মাঝে
মনের দোয়ার খুইলা রাখি।
ও পাখি তোর মনে কি রে
কোন দায়া-মায়া নাই,
দূরে থাইকা কাঁদাস মোরে
তোরে খুঁজে কোথায় পাই।।
১২/১০/২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।