তো মা তে....
- ফয়েজ উল্লাহ রবি

আমার মনের ঘরে তোমার
নিত্য আসা-যাওয়া,
লোক দেখানো দূরে থাকায়
বলো কি হয় পাওয়া।
রোজ বিকেলে নদীর ঘাটে
জল তুলিতে আসো,
আড়াল কইরা আছলে মুখ
মিষ্টি কইরা হাসো।
হাতের চুঁড়ি পায়ের নূপুর
ঝনঝনাইয়া বাজে,
বুকের মাঝে তোমার সুরে
গানের আসর সাজে।
খোঁপায় গুইজা ফুলের মোহে
মুগ্ধ করে প্রাণ,
চিকন দাঁতের হাসির বাঁজে
কাঁইড়া যে নেয় জান।
বুকে আমার তীরের আঘাত
অন্তরে চাহাত,
তোমার কথায় মনের ব্যথায়
আগে আমার হাত।

১০ অক্টোবর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।