অ ভি মা ন
- ফয়েজ উল্লাহ রবি
আবেগ তোমার উতরে পরে
মিছে প্রেমের পণ,
এই তো প্রেম নয়; মন খারাপের
শুধুই বিজ্ঞাপন!
আমাকে অনেকে চেনে
আমিও চিনি অনেক,
তারপরও থেকে যায় বাকী
হয় না তো চেনা এক!
দিনের আলোয় সূর্য হাসে
রাতের বেলায় চাঁদ,
কান্না শেষে দুঃখের পরে
ভাঙ্গে সুখের বাঁধ!
জীবন-
-যা চেয়েছো তুমি
হয়তো পাওনি তা,
-যা পেয়েছো তুমি
হয়তো চাওনি তা!
অভিমানের ঝড়
তোমায় করে #পর
বলো তো "তারপর"
ভুলে যাই আদর!
অক্টোবর ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।