বিচিত্র কাব্য-সাত
- ফয়েজ উল্লাহ রবি

এক দিনে দিন হয়না শেষ
আসে দিন ফিরে,
- - আজ যা তা গত হবেই
'কাল' থাকবে ঘিরে!

দিবা-নিশি ভাবছি তোমায়
মনে-মনে গোপনে,
নিত্য দিনের সঙ্গী তুমি
জাগরণ আর স্বপনে!

যে শহরে সন্ধ্যে হলেই
ঘুমিয়ে পরে লোক,
সেই শহরে সুখ কোথায় আর;
আছে শুধুই শোক!

তুমি আগুন দেখেছো
দেখেছো নদীর জল,
তুমি আঁধার দেখেছো
দেখোনি আলোর দল!

রাগ ধ্বংস করে মানুষের
ভালো কাজ গুলোকে,
তাই রাগ করোনা, ভুলে যাও
রাগের কারণ গুলো!

অক্টোবর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।