ফেসবুক কাব্য-এক
- ফয়েজ উল্লাহ রবি

আমার হারিয়ে গেছে সেই দিন গুলো
মিছে মোহ মায়ায়,
আজো খুঁজে বেড়াই সুখ গুলো সেই
মিষ্টি স্মৃতির ছায়ায়!

যারা চলে গেছে সেই পথ 'ধরে'
আসেনি আর ফিরে;
মিছে তবু খুঁজে বেড়াই
হাজার লোকের ভিড়ে!

তোমার আকাশ তোমার বাতাস
তোমার চন্দ্র সূর্য তারা"
কি অপরূপ সৃষ্টি তোমার জানে না কি তাঁরা?

"যার ঘামেতে অন্ন ফলে
মারছো তারে গুলি"
পাষান তোমার মায়া কি নেই
দেখি বুকটা খুলি!

অনেক কিছুই জানিনা-
বলছি তবু জানি;
দুর্বলতা নিজেরটা-
আমরা কি আর মানি?

রাত শেষে ভোর
ফের শুরু শোর!
বেঁধে নাও ডোর
ছড়াও প্রেম নুর!

দলে-দলে ভাগ হয়ে; সুখ যে গেল কই?
জানো কি কেউ সুখ কোথায়?
বলবে কি গো সই!

বলার ছিলো অনেক কথা
মুখটি আছে বন্ধ,
দেখার থাকে অনেক কিছু
চোখ গুলো আজ অন্ধ!

মেঘ তুমি কার জন্য
বৃষ্টি হয়ে ঝড়ো!
মরুর বুকে অমৃত হয়ে তুমি পরো!

মনেরও গোপন কথা
বুকেরও নীরব ব্যথা!
বুঝেনা ওরা বুঝেনা-
দেখেনা ওরা দেখেনা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।