ফেসবুক কাব্য-দুই
- ফয়েজ উল্লাহ রবি
রটের বদলে বাঁশ দিতাছো
বিবেক তোমার মরা,
করুনাতেই বেঁচে আছো
রাখছে ধরে ধরা!
মেঘের কাছে দিলাম চিঠি
বন্ধু তুমি কেমন আছো?
দূর প্রবাসে একলা মনে
কেমন করে তুমি বাঁচো?
সাহস করে পা বাড়ালে
হবে না তো হার,
নির্যাতিত এক হলে সব;
মারার সাহস কার!
ঘুমে-ঘুমে কাটিয়ে দিলে জীবনেরই আধা সময়,
সেই স্বপ্নে দেখা সুখ গুলো কি, করেছিলে জয়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।