পিরিতির ডিঙ্গা নাও (গীত)
- ফয়েজ উল্লাহ রবি

তোর পিরিতির ডিঙ্গা নায়ে
ভাসছে মন জল তরঙ্গে,
হাজার বছর ছিলাম আমি
আমরা দু'জন এক সঙ্গে।।

সেই জীবনে এই জীবনে
নয়তো তেমন ব্যবধান,
সমান্তরাল ছিলাম মোরা
যেমন সমানে-সমান।
আমরা দু'জন পাশা-পাশি
মিশে ছিলাম এক রঙ্গে।। ঐ

যেমন আমি তেমন তুমি
দুই জনে এক জীবন,
একই নদীর এক মোহনায়
মিলেছে যে এই মন।।
আমরা দুজন ভালোবেসে
ঘর সাজাবো এই বঙ্গে ।।ঐ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।