ফিরে এলে না
- অনির্বাণ মিত্র চৌধুরী
তুমি আর ফিরে এলে না।
কতটা রাত, কতটা দিন কেটেছে তোমায় ভেবে
তুমি তার হিসেবও রাখলে না।
নাহ্, তুমি আর ফিরে এলে না।
তুমি আসবে বলে মেঘগুলোকে
উড়ে যেতে বলেছি অন্য আকাশে
তুমি আসবে বলে ফুলের বাগান
সাজিয়েছি সহস্র ফুলের সুবাসে।
তবুও তুমি এলে না।
আমায় কষ্ট দিয়ে, আমায় কাঁদিয়ে
তোমার কি লাভ?
সেই প্রশ্নের উত্তর দিয়ে গেলে না।
তুমি আর ফিরে এলে না।
তুমি আসবে বলে রাতের আকাশে
তারার মেলা সাজিয়ে রেখেছি
তুমি আসবে বলে গীটারের তারে
নতুন সুরে গান যে বেঁধেছি।
তবুও তুমি এলে না
আমায় অপেক্ষায় ঝুলিয়ে, আমার হৃদয় পুড়িয়ে
তোমার কি লাভ?
সেই প্রশ্নের উত্তর দিয়ে গেলে না।
তুমি আর ফিরে এলে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।