চুমুর চুম্বক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
চুমুর চুম্বক
লাগাবো তোমার গায়,
যদি তোমার মন
আমায় চায়।
.
চুমুর চুম্বক দিয়ে
তোমার ভালবাসা কে করবো শাসন,
তোমার ভালবাসা
মোহিত হয়ে তোমার বক্ষে
দিবে আমায় ভালবাসার আসন।
.
চুমুর চুম্বক দিয়ে
তোমার কে করবো মধুময়,
বারংবার চুমুর চুম্বক লাগাতে
তোমার ভালবাসা দিবে আমায় অভয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৮-১০-২০১৮ ২০:১৮ মিঃ
চুমুর চুম্বক
লাগাবো তোমার গায়,
যদি তোমার মন
আমায় চায়।
.
চুমুর চুম্বক দিয়ে
তোমার ভালবাসা কে করবো শাসন,
তোমার ভালবাসা
মোহিত হয়ে তোমার বক্ষে
দিবে আমায় ভালবাসার আসন।
.
চুমুর চুম্বক দিয়ে
তোমার কে করবো মধুময়,
বারংবার চুমুর চুম্বক লাগাতে
তোমার ভালবাসা দিবে আমায় অভয়।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।