মনের দুয়ার
- ফয়েজ উল্লাহ রবি

তোমার পেলে যাওয়া কিছু
সেই স্মৃতির মেলা,
জামা-কাপড় জুতো জোড়া
কিছু অবেলা।
কিছু রাত আর কিছু দিন
কিছু জাগা আর কিছু নিনদ। (ঘুম)
মনের দুয়ারে এসে রোজ করে ভিড়
খুঁজে বেড়ায় সে যে তার আপন নীড়!
আমি করি দূর তারে; সে দেয় মনে দোলা
কেননা তাঁর জন্য আমার মনের দুয়ার খোলা।

অক্টোবর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।