ঝিনুকের সন্ধানে
- অরুণ কারফা

আমার চোখে সে নীলাভ সমুদ্র
কখনো বা সুউচ্চ সবুজ হিমালয়
যেখানে যার দেখি যতই সৌন্দর্য
তবুও তার স্থান সবার উপরে রয়।

এ কথা সে জানে বলেই হয়ত
গোঁসা করে কেবলি আমারে ভাবায়
হয়ত এ সবের মাঝারেই কিঞ্চিৎ
ভালবাসার সাগরের সন্ধান সে পায়।

হতে পারলে আমিও এক ডুবুরি
সেই সাগরের ঝিনুক নিয়ে এসে
মুক্তো বার করে মালাটি গড়ে
পড়িয়ে দিতাম তার কণ্ঠদেশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।