ভাবনা তোমার
- ফয়েজ উল্লাহ রবি

তোমার কথায় উঠা-বসা
তোমার কথায় জাগা,
আমার মনের সিংগাসনে
তোমায় ওগো রাখা।
সেই আমারে দুঃখ দিলে
দূরে গিয়ে সুখি হলে !
ভাবনা তোমার মনের ঘরে
তুমি থাকো অনেক দূরে !
কেমন করে এমন হলে
ভাবতে মনে ব্যথা লাগে,
বদলে যাবে এমন করে
ভাবিনি তা কভু আগে।
তোমার জন্য কাটতো আমার
মেঘে রোদেই বেলা,
কেমন করে ভুলেই গেলে
মিষ্টি প্রেমের মেলা ।।

অক্টোবর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।