রূপের বিদ্যুত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে বয়োজ্যেষ্ঠ বিদুষী তিলোত্তমা অঙ্গনা
তোমার অষ্টাদশ বয়সের ছবিটা
আমাকে ক্রমশই দৌর্বল্য করে তুলছে
মম প্রেম রাজ্য আন্দোলিত করছে।
.
আমি যদি সেই ক্ষণে বিশ্বব্রহ্মাণ্ডে আবির্ভাব হতাম,
যে কোন মূল্যে হোক
তোমার মন চুরি করতাম হে ডলি।
.
আমার হ্রী কে ছুটি দিয়ে দিতাম
সকল ব্যবধান উপেক্ষা কোরে
তোমায় আমার যুবজানি করতাম।
.
কিন্তু দূর্ভাগ্য আমার
আমি এখন তোমার ছেচল্লিশ বছরের ছোট্ট,
হে ডলি
তোমার জন্য আজ ঈশ্বরের সঙ্গে
কোঁদল করছি।
কেন সেই সময় আমায়
বিশ্বব্রহ্মাণ্ডে পাঠালেন না ঈশ্বর?
.
ঈশ্বর কহিলেন তুমি
ডলির রূপের বিদ্যুতের শর্কে দগ্ধ হয়ে
মৃত্যু বরণ করতে,
ডলি এখন অষ্টিষষ্টিতম বয়সে
পদার্পণ করছে।
.
হে আমার অনুচর ফাহিম
আমি চাইনি
তুমি ডলির রূপের বিদ্যুতে শর্ক হও
আমি চাইনি তুমি মৃত্যু বরণ করো।
.
আজ আমি তোমার ডলি কে দিলাম
তবে অষ্টাদশ বয়সী নয়,
অষ্টিষষ্টিতম বয়সী ডলি কে তোমায় দিলাম
তুমি ডলির রূপের বিদ্যুতে এখনো শর্ক হবে
তবে তোমার প্রাণ হারানোর ভয় থাকবে না।
.
হে আমার অনুচর ফাহিম
তুমি ডলি কে ভালবাসো,
তবে বয়সের ফ্রেমে নয়
মনের ফ্রেমে ডলি কে আবদ্ধ
করে রাখো।
.
বয়সের প্রেম ক্ষয়ে যাবে
আর মনের প্রেম রয়ে যাবে
যুগ থেকে যুগান্তর
আজ থেকে ডলি কে তোমায় দিলাম......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২২-১০-২০১৮ ১৬:২০ মিঃ
বয়সের প্রেম ক্ষয়ে যাবে
আর মনের প্রেম রয়ে যাবে
যুগ থেকে যুগান্তর
আজ থেকে ডলি কে তোমায় দিলাম......

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।