উপভোগ
- অরুণ কারফা

সম্মুখে আমার যাই এসে থাক
যতই হোক তা চিত্তাকর্ষক
যতক্ষণ না প্রিয়া তোমায় পাই পাশে
আমি হয়ে থাকি মূক দর্শক।

এরই নাম বোধ হয় ভালবাসা সখী
ভোগ করতে দেয়না একা যা কখনো
কি আছে এর পিছনে রহস্য
জানতে করেছি কত না যত্ন।

একই পরিবেশ সুন্দরতর হয়
পেলে পাশেতে মনের জন
তেমনি তার অবর্তমানে
মেকী মনে হয় প্রকৃত ধন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।