মা
- অনির্বাণ মিত্র চৌধুরী
মা– ছোট্ট একটি শব্দ, ছোট্ট উচ্চারণ
যা শুনলে প'রে উদ্বেলিত হয় তনুমন,
দুঃখ-দুঃখভাব উবে যায় এক নিমেষে,
স্বস্তির বাতায়ন যেন বয়ে যায় নিউরণে নিউরণে।
দশমাস দশদিন তোমার জঠরে দিয়েছো ঠাঁই,
কেঁদেছিলে সেইদিন মাগো প্রসব যন্ত্রণায়
দেহে প্রাণ দিয়েছিলে প্রাণদায়িনী রূপে,
তৃষ্ণা মিটিয়েছিলে তোমার দুগ্ধ ধারায়।
কী যে পরম স্নেহে আগলে রেখেছো আমায়
জন্ম থেকে আজ অবধি
স্নেহের ভান্ডার যেন তুমি মাগো,
সিক্ত কর আমায় নিরবধী।
শত আবদার মেনে নাও নির্দ্বিধায়
বিরক্তিগুলো হাসিমুখে যাও চেপে
মাগো, তোমার হৃদয়টা কতটুকু বড়–
কুল পাই না মেপে মেপে!
তোমার দুঃখগুলো জানতেও দাও না,
রেখেছো আড়ালে খুব গোপণে
সর্বংসহা হয়ে সব সয়ে যাও, মাগো
বুঝতে দাও না কিছুই সযতনে।
শত কোটি মানুষের দুনিয়ায় তুমি হয়তোবা
তেমন কেউ-ই নও; অতি নগণ্য
কিন্তু, আমার পৃথিবীতে তুমি-ই সবচেয়ে মহান
মাগো, তুমি-ই সর্বশ্রেষ্ঠ।
বিশ্ব-স্রষ্টা সে যে-ই হোন না কেন
মাগো, আমার স্রষ্টা কেবল-ই তুমি।
তোমার স্নেহ-ছায়ায় ঠাঁই দিও মাগো,
চরণতলে দিও একটুকু ভূমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।