রাজনীতি মানে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

রাজনীতি মানে হিংসা
রাজনীতি মানে ধোকা,
রাজনীতি মানে চোখের জল
রাজনীতি মানে বোকা।
.
রাজনীতি মানে হাসি
রাজনীতি মানে ফাঁসি,
রাজনীতি মানে অন্যায়
রাজনীতি মানে সর্বনাশী।
.
রাজনীতি মানে অহংকার
রাজনীতি মানে ছাড়খার,
রাজনীতি মানে হাহাকার
রাজনীতি মানে নির্বিকার।
.
রাজনীতি চাপাবাজি
রাজনীতি মানে ধাপ্পাবাজি,
রাজনীতি মানে কারসাজি
রাজনীতি মানে জীবন বাজি।
.
রাজনীতি মানে নষ্ট
রাজনীতি মানে সত্যের পথভ্রষ্ট,
রাজনীতি মানে অপমান
রাজনীতি মানে জীবনের অবসান।
.
রাজনীতি মানে সুখ
রাজনীতি মানে খালি বুক,
রাজনীতি মানে আরাম
রাজনীতি মানে সুখের ব্যারাম।
.
রাজনীতি মানে লাভ
রাজনীতি মানে ক্ষতি,
রাজনীতি মানে ক্ষমতা
রাজনীতি মানে মিছে মমতা।
.
রাজনীতি মানে পিশাচ
রাজনীতি মানে হতাশ,
রাজনীতি মানে খুন
রাজনীতি মানে আগুন।
.
রাজনীতি মানে খেলা
রাজনীতি মানে হেলা,
রাজনীতি মানে মালা
রাজনীতি মানে আলা।
.
রাজনীতি মানে ভোট
রাজনীতি মানে জোট,
রাজনীতি মানে অপবিত্র
রাজনীতি মানে গোত্র।
.
রাজনীতি মানে আপন
রাজনীতি মানে পর,
রাজনীতি মানে স্বার্থ
রাজনীতি মানে স্বার্থপর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।