রোজিনা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

রোজিনা তোমায় কবে পাবো নিজের মতো কোরে,
তোমার জন্য আমার ভালবাসা কেঁদে কেঁদে মরে।
.
রোজিনা কবে হবে মোর জায়া
তোমার জন্য হচ্ছি যে বড্ড বেহায়া,
তুমি কবে করবে আমায় আদর
তোমার জন্য আমার চুমু হচ্ছে শোকে কাতর।
.
রোজিনা কবে হারিয়ে যাবো তোমার মাঝে
তোমায় নিয়ে ভাবি
সকাল-দুপুর -সাঁঝে।
.
রোজিনা তুমি কবে আমার ভালবাসা কে করবে শান্ত
তোমার ছোঁয়া পেয়ে হতে চাই প্রাণবন্ত।
.
-ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।