তোমার ঠোঁটে আমার ঠোঁট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখতে চাই
তোমার ঠোঁট চুম্বনে চুম্বনে রঙিন করতে চাই,
তোমার ঠোঁটের জরাভাব দূর করতে চাই
তোমার ঠোঁটে চুম্বনের প্রলেপ দিয়ে সৌন্দর্যময় করতে চাই।
.
তোমার কেশের ঘ্রাণে
মাতোয়ারা হতে চাই,
তোমার চোক্ষের তারকায়
ভালবাসার স্বপ্ন দেখাতে চাই।
.
তোমার নাসিকায় ভালবাসার
সজীব নিঃশ্বাসের তেজ দেখতে চাই,
তোমার স্কন্ধ চুম্বনে মসৃণ করে দিতে চাই
তোমার দন্তে ভালবাসার হাসি দেখতে চাই।
.
তোমার কন্ঠে ভালবাসার আহ্বান শুনতে চাই,
তোমার বক্ষের সফেদ বারীন্দ্রের
জল দিয়ে ভালবাসার তৃষ্ণা নিবারণ করতে চাই।
.
তোমার মাজার দোলনায়
ভালবাসা কে দোলাতে চাই,
তোমার নাভীতে
ভালবাসার চিহ্ন আঁকতে চাই।
.
তোমার উদরে ভালবাসা কে
মুক্তি দিতে চাই,
তোমার পাদপদ্মে
দলন হতে চাই হে রোজিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।