সুখে থাকো
- মোঃ আলাল ইসলাম
সুখে থাকো
আলাল ইসলাম
২৬/১/২০০৬ইং
মাফ চাইবে কেনো,
অপমান করবে।
অপরাধ কি,
করেছ তুমি।
দুঃখিত হবে কেনো,
দুঃখ করার কি।
ভূল তো,
করেছি আমি।
দাক্ষিণ্য করো,
এ পথে যেতে চাই না।
না- না যাবে কেনো।
বাধার দেয়াল ভেঙ্গে,
আঁধারে আলো দিতে,
কে বলেছে, আমি।
না- না বলবনা,
যে পথে আলো নেই।
আছে শুধু,
ঘনঘটা অন্ধকার।
প্রেম আছে,
নেই কোনো,
অহংকার।
যাবে কেনো,
সে পথে।
কতোশত আলো ছেড়ে,
করুণার হাত বাড়াতে।
ঝলো-মল আলো,
হয়ে যাবে কালো।
অমাবস্যার ছোঁয়া পেলে।
ভূল করেছি বলে,
ক্ষমা করো মোরে।
ডাকবনা আসিতে তোমায়,
গভীর অরন্যে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।