আমার কোটি চুমু ঘুমিয়ে আছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার কোটি চুমু ঘুমিয়ে আছে
তোমার জন্য,
তুমি কবে আসবে
কবে জাগ্রত করবে চুমু গুলো কে?
.
তোমার ভালবাসা না খেয়ে
ওরা বড্ড অসুস্থ,
চুমুর কোন জোর নেই
দিনে দিনে চুমুরা অসুস্থ হয়ে পড়ছে।
.
হে মনোহারিণী আমার চুমু গুলো কে
ভালবাসার সিরাপ খাইয়ে দাও,
আমার চুমু গুলোকে
তোমার শরীরের ভালবাসা কে ছুঁইতে দাও।
.
হে মনোহারিণী তোমার শরীরেরর ভালবাসা উন্মোচন করে দাও,
আমার চুমু গুলো তোমাকে চুমতে থাকুক
আর জাগ্রত হতে থাকুক.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।