কক্ষপথ
- অরুণ কারফা

যে পথে তুমি কর বিচরণ
সে পথেই চলে
তোমার সুর ও বাণী,
তারেই আমি করলেও স্মরণ
তার থেকে নিয়ে ভগ্নাংশও
হতে চাইনা কিন্তু ঋণী।

তোমার কোকিল কণ্ঠ শুনে
কোকিলও হতে চায় শ্রোতা
তাইতে আমি হয়ে উচ্ছ্বসিত
দিকে দিকে ছড়াই বারতা।

তোমার প্রশংসা শুনলে পরেই
আমিও হই গর্বিত
যেমন সূর্যের আলোর ছটায়
চন্দ্রও হয় আলোকিত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।