তোমার সঙ্গে কালক্ষেপণ
- অরুণ কারফা
তোমার আসা বৃষ্টির মত
মরূতে
তোমার যাওয়া বিদ্যুতের মত
ঝড়েতে।
তোমায় নিয়ে কাব্য গড়া
স্বপ্নেতে
তোমার সাথে খেলা করা
বাস্তবেতে।
এই ভাবেই চাই তোমায়
পাশেতে
হাসি ঠাট্টা গানে গানে
উল্লাসেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।