মা কত কষ্ট পেলে তুমি যাবে আমায় ভুলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মা কত কষ্ট পেলে তুমি যাবে আমায় ভুলে
যতই কষ্ট দেই তোমায়
ততই কোলে নাও তুলে।
মা তোমায় নিয়ে ভাবলে পাগল হয়ে যাই
তুমি কেমনে কষ্ট সহ্য করো,
তোমার মাথায় কষ্টের পাহাড়
তবুও আমায় ভালবেসে মুখে তুলে
দাও আহার।
.
তোমার ভালবাসার শক্তির কাছে
আমি হেরে গেছি মা,
তোমার সামনে দাঁড়াতে আমার লজ্জা হয়
তবুও বাবা বলে ডাকো
দিয়ে যাও সতত মোরে অভয়।
.
মা তুমি ভালবাসার চুম্বক
তাই বারংবার আমায় আকর্ষণ করো,
যদ দূরে চলে যেতে চাই
ততই আঁকড়ে ধরো।
.
মা তুমি কভু আমায় ছেড়ে যেও না
আমি আজীবন
তোমার ভালবাসার চুম্বক
জড়িয়ে থাকতে চাই......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১০-২০১৮ ১৪:২৮ মিঃ

মা তুমি ভালবাসার চুম্বক
তাই বারংবার আমায় আকর্ষণ করো,
যদ দূরে চলে যেতে চাই
ততই আঁকড়ে ধরো।
.
মা তুমি কভু আমায় ছেড়ে যেও না
আমি আজীবন
তোমার ভালবাসার চুম্বক
জড়িয়ে থাকতে চাই......